চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের এক কর্মি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ২৯ অক্টোবর সন্ধ্যায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে বিএনপির খোকন নামের এক সন্ত্রাসীসহ দুই জনকে যৌথ বাহিনী আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান,রহমতপুর কলোনী থেকে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আসামি ধরা পড়ে। পরে তাদের মুক্তির দাবিতে রহমতপুর ও আজিমপুরের নারী-পুরুষ নৌবাহিনীর ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ করে, তাতে নৌ-বাহিনী বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ।এবং স্হানীয়দের মতে খোকন কে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে গুলি ছোড়ে বলে জানান। এ ঘটনায় দুইজন কে আটক করে যৌথ বাহিনী পরে উপজেলা সেচ্ছাসেবক দলের শরীফ ৩২ নামের এক কর্মি নৌবাহিনীর সাথে সংঘর্ষে গুরুত্ব আহত হলে তাকে স্হানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা কমপ্লেক্স এলাকায় উপ্ততহলে সেখানে কারফিউ জারি ও দোকান-পাট বন্ধ জনশূন্য।