অন্তবর্তী সরকারের সংবিধান সংস্কার সময়োপযোগী করার পক্ষে মত ড. কামাল হোসেনের

শুভদিন অনলাইন রিপোর্টার:

বর্ষীয়ান আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন অন্তবর্তী সরকারের সংবিধান সংস্কারের উদ্যোগ ও প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করে সংবিধানকে সময়োপযোগী করার পক্ষে মত প্রকাশ করেছেন।

সংবিধান সংস্কার কমিশন আজ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে আজ মতিঝিলস্থ তার কার্যালয়ে  সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মত প্রকাশ করেন।

সংবিধান নংস্কার কমশেনের সদস্যরা এ সময় ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।।

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা (জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক) মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

Related posts

Leave a Comment