দক্ষিণ বৈরুতে নতুন ইসরাইলি হামলা: এএফপি টিভি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি সেনাবাহিনী লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থানসহ হিজবুল্লাহ’র ঘাঁটির বাসিন্দাদের স্থান পরিত্যাগের আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর বৃহস্পতিবার দক্ষিণ বিমান বৈরুতে হামলা চালিয়েছে।

এএফপি ফুটেজে দক্ষিণ বৈরুতের উপর দিয়ে ধোঁয়ার বেশ কটি কু-লি উড়তে দেখা যায়। এর আগে, ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই বৈরুত বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা অন্তর্ভুক্ত করে সোশ্যাল মিডিয়ায় মানচিত্র পোস্ট করে দক্ষিণ বৈরুতের আশেপাশের চারটি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায়।

লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, বুধবার, দক্ষিণ বৈরুতে নয়টি ইসরাইলি হামলা হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্রের ডিপোসহ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের উপর হামলার পর হিজবুল্লাহ তার ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে, আন্ত:সীমান্ত হামলা চালিয়ে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩,০৫০ জন নিহত হয়েছে।

Related posts

Leave a Comment