গাজীপুরে চান্দন এলাকায় মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শুভদিন অনলাইন রিপোর্টার:
গাজীপুরের চান্দন এলাকায় টি এন্ড জেড অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, কয়েক দফায় সময় দিয়েও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। তাদের তিন মাসের বকেয়া বেতন যতক্ষণ পর্যন্ত না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, পোশাক কারখানার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment