শুভদিন অনলাইন রিপোর্টার:
জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন টাকা আত্মসাৎ করেননি বলে আপিল বিভাগকে জানিয়েছেন দুদক আইনজীবী। ট্রাস্টের টাকা ট্রান্সফার হলেও নয়ছয় হয়নি।
সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়ার দুটি লিভ টু আপিলের শুনানি হয়। সোমবার এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।
শুনানিতে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই মামলাকে ব্যবহার করা হয়। বেআইনি ভাবে দেয়া হয় সাজা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। পরে হাইকোর্ট আপিল শুনানি করে সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন। বেগম খালেদা জিয়া ছাড়াও তারেক রহমানও এই মামলায় দণ্ডপ্রাপ্ত। ৬ আগস্ট এই মামলায় বেগম জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি।