নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের; নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার নদীতে গতকাল শুক্রবার ২শ’ যাত্রী স্থানীয় একটি বাজারে যাওয়ার নদীর তীরে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত এবং ১শ’রও বেশি নিখোঁজ রয়েছে। যাত্রীদের বেশিরভাগই মহিলা। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নাইজেরিয়ার আবুজা থেকে এএফপি এই খবর জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র মুখপাত্র ইব্রাহিম অদু এএফপি’কে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবারমুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, উদ্ধারকারীরা শুক্রবার সন্ধ্যায় নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেছেন ১২ ঘন্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চি করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবেগেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌকাই ওইসব অঞ্চলের চলাচলের একমাত্র বাহন।

Related posts

Leave a Comment