নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত-শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি :

নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম । ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে গাজীপুর মহানগরীর একটি শিক্ষাঙ্গনে শীতবস্ত্র উপহার প্রদান কালে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় ছাত্রশিবিরের উদ্যোগে মহানগরের ২৯নং ওয়ার্ড ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী কেন্দ্রীয় শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্জুরুল ইসলাম বলেন, বিগত দিনে ক্যাম্পাস গুলোতে শিক্ষার পরিবেশ ছিলো না, নিষিদ্ধ ছাত্রলীগ যে গতিতে রাজনৈতিক করেছে তা থেকে বেড়িয়ে আসতে হবে ছাত্র সংগঠন গুলোকে। ২৪ শের আন্দোলনে যারা পুরো ছাত্রদের বিপক্ষে থেকে গণহত্যা করেছে তাদের এই মূহুর্তে বিচারের আওতায় আনা উচিত। বহিষ্কারের চাইতে বিচারের প্রয়োজন বেশি বলেও মন্তব্য করেন এই নেতা।

তিনি আরো বলেন, ছাত্রদের বাদ দিয়ে সংলাপ করলে হতাশা আসতে পারে ছাত্রদের মাঝে তাই সকল সংলাপে ছাত্রদের রাখা জরুরি। ছাত্রদের সাথে সংলাপের মাধ্যমে ২৪ শের সেই গতি নিয়ে কাজ করতে হবে। তাই রাজনৈতিক দলের সাথে যে ভাবে সংলাপ করছে অন্তবর্তী কালীন সরকার তাদের উচিত ছাত্রদের সাথেও সংলাপে বসা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাঃ সাদেক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ, সেক্রেটারি রেজাউল ইসলাম।

Related posts

Leave a Comment