গাজীপুরে টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ

গাজীপুর প্রতিনিধঃ
গাজীপুর মহানগরের পূর্ব চান্দনায় অবস্থিত টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ পত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ শামসুল হক রিপন। প্রশিক্ষণ স্কুলের পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য দৈনিক শুভ দিন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক হাজী মোঃ নুরুল ইসলাম সবুজ, মোল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর পরিচালক মোঃ ফরিদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন প্রমুখ। তিন মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের এ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ, দক্ষ প্রশিক্ষনার্থীর তৈরির মাধ্যমে দেশের হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে এই ধরনের স্কুল বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related posts

Leave a Comment