শুভদিন অনলাইন রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর আকবরশাহে পৃথক দুইটি স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১১ জন।
শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিটন (২৪), ইমন (১৪), শাহীনুর (৩২) ও মাইনুর আখতার (২০)।
জানা যায়, রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে আহত ৫ জনকে চমেক হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে রাত ৩ টার দিকে একই সময়ে পার্শ্ববর্তী ফয়’স লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদেকুর রহমান বলেন, আকবরশাহে পাহাড় ধসে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।