মানহানির ২ মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিন

শুভদিন অনলাইন রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা ও নড়াইলে মানহানির অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট। এই দুই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, মানহানির দুই মামলায় এর আগে হাইকোর্ট বেগম খালেদা জিয়াকে জামিন দেন। আজ আমরা জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে গিয়েছিলাম। শুনানি শেষে আদালত এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল রাখা হয়েছে।
কায়সার কামাল আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে অবিচার হয়েছে, বিশ্বের ইতিহাসাসে এমন কোনো নজির নেই।
‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো যেহেতু রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবে এর মোকাবেলা করা হবে,’ বলেন তিনি।
এই দুই মামলায় ২০১৮ সালের ১৪ আগস্ট আদালত খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। পরে সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিলেন হাইকোর্ট।
২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন ইল্লেখ করে একই বছর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা তার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করেন।
২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকায় মানহানির মামলা করেন। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করা হয়।

Related posts

Leave a Comment