সুখের ছাপ

-বাতেন বাহার

ফজর শেষ বাবা ছোটন মাঠের পরে মাঠ
মা ছুটে যান কলসি কাঁখে যেথা শানের ঘাট
গাই দোহানের শব্দে ভাসে গরম দুধের ঘ্রাণ
উঠোন লেপার শব্দে নাচে রাঙা বধূর প্রাণ।

জায়নামাজে বসার আগে মা ডুবে রন কাজে
নতুন ধানের ঝুম ঝুমানি সদাই কানে কাজে।
ধান ছড়ানো ধান শুকানো ধান ভানা শেষ গুঁড়ি
নতুন পিঠের খবর শুনে পায়রা হয়ে উড়ি।

চুলোর পাশে মাটির পিঁড়ি কেউ বা মাদুর পেতে
পিঠে খাওয়ার রমরমা সুখ প্রীতির মালা গেঁথে
কুপির অলোয় মায়ের মুখে নতুন সুখের ছাপ
যে ছাপ মায়ের সহজ হাসি ঘুচায় মনের পাপ।

(‘কিশোর বেলার মাকে’- থেকে)

 

Related posts

Leave a Comment