গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জামাল উদ্দিন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তর (যান্ত্রিক উইং) এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
সোমবার (১০ জুলাই) দুপুর ১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সম্মানিত শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। 
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী সুবাস চন্দ্র বিশ্বাস, স্বপন কুমার মৃধা, মো.শামীমুল হক, নির্বাহী প্রকৌশলী গুঞ্জন বড়ুয়া, আরিফুল ইসলাম, আতাউর রহমান মহসিন, শুভ্র দাস, আলী আহমেদ খান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী মির্জা নুরুল কবির সহ গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Related posts

Leave a Comment