ঠাকুরগাঁওয়ের শ্রমিকলীগ নেতা খায়রুল ইসলামের ইন্তেকাল

মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি….রাজিউন। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার সেনুয়া পুরাতন গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে সেনুয়া পুরাতন গোরস্থানেই দাফন সম্পন্ন হয়। মরহুম খায়রুল ইসলাম আ’লীগের একজন একনিষ্ট কর্মী ছিলেন। তিনি ইতিপূর্বে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির নেতৃবৃন্দ এবং মটর মালিক ও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related posts

Leave a Comment