ব্লাকমেইলের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এসএসসি পরীক্ষা দেয়া এক প্রেমিকা। সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বন্দিভিটা গ্রামের প্রেমিক মাসুদ রানার বাড়িতে এ অনশনের ঘটনা ঘটে।
প্রেমিক মাসুদ রানা নসিদুল হকের ছেলে। প্রেমিকার বাড়ি একই ইউনিয়নের আব্দুল হালিমের মেয়ে। এই ঘটনায় সংবাদ সংগ্রহে মাসুদের বড় ভাই মামুন ও প্রতিবেশি এক বখাটে ছেলে গণমাধ্যমকর্মীর উপর চড়াও হোন জানা গেছে।
প্রেমিকা জানান, আড়াই বছর ধরে মাসুদ রানার সঙ্গে তার (প্রেমিকার) প্রেমের সম্পর্ক হয়ে আসছে। প্রেমিক যখই ডাক দিতেন প্রেমিকা তখনই সাড়া দিতে বাধ্য হতেন। মাসুদ তাকে (প্রেমিকাকে) বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করতেন। মাসুদ রানার কথা না শুনলে ব্লাকমেইলের ভয় দেখাতেন। প্রেমিকা আরও জানান, ‘আমি তাকে সব কিছু দিয়েছি আমার তার সঙ্গে বিয়ে না হলে কে আমাকে বিয়ে করবে। ইউনিয়নের প্রায় অনেকেই আমাদের সম্পর্কের বিষয় জানে। শিলাইকুঠি বাজারে সে (প্রেমিক) আমাকে বউয়ের মতো অপেন সিক্রেটে চড় মারলেও আমি কোনো কিছুই বলিনি। আমি তাকেই বিয়ে করবো এবং এই বাড়িতেই থাকবো।’
এ ব্যাপারে প্রেমিকের পিতা নসিদুল হক কোন কথা বলতে নারাজ। মেয়ের পিতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না।
গণ্যমান্য ব্যক্তি নিয়ে বসা হলে আপনি কি করবেন এমন জিজ্ঞাসায় তিনি বলেন, আমারমেয়ে ছেলের বাড়িতে গেছে, সে সেখানেই থাকবেন। আমি তাকে কেন নিয়ে
আসবো।’
ইউপি সদস্য আইবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে কোন সুরাহা করা যায় কিনা চেষ্টায় আছেন।’ এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিষয়টি কেউ অবগত করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment