কলম্বো টেস্ট : শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করল পাকিস্তান

শুভদিন অনলাইন রিপোর্টার:

কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন বোলিংয়ে কর্তৃত্ব দেখাল পাকিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিক দলকে ১৬৬ রানে অলআউট করেছে অতিথিরা। লেগস্পিনার আবরার আহমেদ ৪টি ও পেসার নাসিম শাহ ৩টি উইকেট নিয়ে স্বাগতিকদের অল্প রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন।
পরে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে ইমাম-উল-হকের উইকেট হারিয়েছে।
কলম্বোর উইকেট খুব যে আনপ্লেয়াবেল ছিল, তেমনটি নয়। লংকানরা ১৬৬-তে গুটিয়ে যাওয়ার জন্য নিজেদেরই দায়ী করতে পারে। ১০ উইকেটের মধ্যে দুটিই ছিল রানআউট। আর ৮টি উইকেট তিনজন ভাগাভাগি করেন। নিশান মাদুক্ষর রানআউটের মধ্য দিয়ে তাদের বিপর্যয়ের শুরু। সপ্তম ওভারের প্রথম বলে কুশল মেন্ডিসকে বদলি খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি।
সেই শুরু। এরপর নাসিম শাহর গতি ও আবরারের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় লংকান ব্যাটিং লাইনআপ। বিপদের মধ্যে যা একটু লড়েন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি ৬৮ বলে ৫৭ রান করেন। এছাড়া দিনেল চান্দিমাল ৩৪ ও রমেশ মেন্ডিস ২৭ রান করেন। ৪৮.৪ ওভার আয়ু ছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংসের।

Related posts

Leave a Comment