মেহেরপুর প্রতিনিধি:
গাংনীতে আলোচনা সভা ও সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।‘ সংগ্রাম, স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জন্মবার্ষিকী পালিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আালোচনা সভা ও অসহায় দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম , উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন প্রমুখ।
আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
গাংনী মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান ট্রেডের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম , গাংনী উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিক, শিক্ষক রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা মহীয়সী বঙ্গমাতার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।
আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ , ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।