বিদেশিদের সঙ্গে বাংলাদেশ আর কোনো চুক্তি নয় : পররাষ্ট্রমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টারঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। এই সময়ে তড়িঘড়ি করে চুক্তি করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যালেন্স বৈদেশিক নীতি বাংলাদেশের। তাই নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।
মন্ত্রী বলেন, আসন্ন ব্রিকস সম্মেলনে তারা দাওয়াত দিয়েছে। প্রধানমন্ত্রী মনে হয় যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী যাবেন সেখানে।
বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনেই হবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related posts

Leave a Comment