গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের অন্তর্গত ধানখোলা ফুটবল মাঠে ধানখোলা গ্রামবাসীর আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্যোগ করা হয়েছে। ১৬ দলের অংশগ্রহনে টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখোলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার বিকেলে ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত মেহেরপুরের শ্যামপুর ফুটবল একাদশ ও গাংনী উপজেলার মহিষাখোলা টাইগার ক্লাবের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ধানখোলা বাজার কমিটির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগর, গাংনী পৌর এলাকার তারুণ্যেও আইকন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুদুজ্জামান শিপু,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক রোকুনুজ্জামান, ছাত্রলীগ নেতা ওয়াচ্ছেল আলী, অনিক প্রমুখ। এসময় রাজনৈতিক নেতাবর্গ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ খেলা উপভোগ করেন।
প্রমথার্ধের খেলায় গোল শুণ্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে মহিষাখোলা টাইগার ক্লাব ২৫ মিনিটের মাথায় কর্ণার থেকে হেড করে ১ টি গোলের দেখা পায়।
খেলা পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারী আব্বাস আলী , তাকে সহযোগিতা করেন মাহবুব,বিপ্লব ও জয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে ট্রফি ও ম্যাডেল উপহার দেয়া হয়।
নানা বয়সী হাজার হাজার দর্শক এই খেলা উপভোগ করেন।

Related posts

Leave a Comment