মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৩ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে জেলা পুলিশের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মেহেরপুর সদর গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দূর্গাপূজা কিভাবে সুষ্টু ও সুন্দর ও পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে পূজা উদযাপন কমিটির সদস্যদেও সাথে মতবিনিময় করেন এবং জেলা পুলিশের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে পুলিশ ও পুজা উদযাপন কমিটিকে বিভিনন দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, সদর ও গাংনী এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির আহ্বায়ক সনজিত পাল বাপ্পি, সদর উপজেলার সাধারন সম্পাদক মঙ্গল চন্দ্র বিশ্বাস, পৌর কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারন সম্পাদক তরুণ কুমার বিশ্বাস,গাংনী উপজেলা শাখার সভাপতি সুকেশ চন্দ্র বিশ্বাস, সাধারন সম্পাদক মহাদেব চন্দ্র দাস, মুজবনগর উপজেলার সভাপতি ধীরেন হালদার প্রমুখ।