শুভদিন অনলাইন রিপোর্টার:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া হচ্ছে না বাংলাদেশের। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও সব সংশয়ের ইতি ঘটেছে। গতকাল (২৪ জানুয়ারি) বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্তে অবশ্য অবাক হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা, এই বিষয়ে সামনে আর কোনো ধরনের পদক্ষেপ নেয়ার কথাও ভাবছেন না বোর্ড কর্তারা।
গতকাল আইসিসি যখন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলে, তখন মিরপুরে চলছিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেই সভাতেই সিদ্ধান্ত নেয়া হয়, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও এই বিষয়ে আর কোনো ধরনের পদক্ষেপ নেবে না বোর্ড।
কয়েকদিন আগে আইসিসির এক বোর্ড মিটিংয়ে বাংলাদেশের ভারতে না যাওয়ার ইস্যুটি আলোচনা হয়। সেখানে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে নেয়া হবে কিনা, এ বিষয়েও ভোটাভুটি হয়। ভোটাভুটির ফলাফল বাংলাদেশের পক্ষে না এলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে যায়। তবুও শেষ লড়াই হিসেবে বিসিবি আইসিসির আইনী পদক্ষেপের দিকে এগোতে পারে, এমন একটি গুঞ্জন উঠেছিল। তবে সেসব গুঞ্জন থামিয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
গতকাল বোর্ড সভা শেষে তিনি বলেন, ‘আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।’
বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তটা মূলত সরকারের পক্ষ থেকে এসেছে। আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত রায় আসার পরেও সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনে এই নিয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত রায় একটাই পাওয়া যায়, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
আমজাদ হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’
স্কটল্যান্ডকে নিয়ে ভোটাভুটির পরেও বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দেয়া হয়েছিল। সেই জবাব নিয়ে আমজাদ বলেন, ‘আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।