সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে – কৃষি উপদেষ্টা

শুভদিন অনলাইন রিপোর্টার:

কৃষি ও স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায়
এবার চাষি আলুর দামই পায়নি। সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে।
উপদেষ্টা আজ সচিবালয়ে কৃষির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান।
এ সময় উপদেষ্টা বলেন, দেশে ধান, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত বছরের চেয়ে এ বছর ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলুর উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা জানান, পেঁয়াজের উৎপাদন গত বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। এবার বাজারে দাম স্থিতিশীল রয়েছে। শাকসবজির উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে দাম মোটামুটি স্থিতিশীল। দাম একদম কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়।

উপদেষ্টা বলেন, আমরা চাই দাম স্থিতিশীল থাকুক। এখন মাঘ মাস শুরু হয়েছে, এরপর ফাল্গুন-চৈত্র মাসে সবজির দামে বেশি ঝামেলা তৈরি হয়।

উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে সরিষার। আমরা ৬৪ জেলায় ১০০ মিনি কোল্ডস্টোরেজ করে দিয়েছি। আরও নতুন করে ১০০ কোল্ড স্টোরেজ করা হচ্ছে।
এ বছর নন ইউরিয়া সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ বলেও জানান কৃষি উপদেষ্টা।
এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *