ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা বা শত্রুতা বজায় রাখতে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা পানিসীমা ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (২৬ জানুয়ারি, ২০২৬) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, তারা কেবল হামলার জন্য ভূমি ব্যবহার করতে না দেওয়াই নয়, বরং ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে কোনো ধরনের লজিস্টিক বা কৌশলগত সহায়তাও প্রদান করবে না। আঞ্চলিক অস্থিরতা এবং উত্তেজনার মাঝে এই ঘোষণাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত বিশ্বাস করে যে বর্তমান সংকটগুলো সমাধানের জন্য সংলাপ এবং উত্তেজনা প্রশমনই সবচেয়ে কার্যকর পথ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো সংকটের মূল সমাধান। যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি করতে চায় আমিরাত।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার জল্পনা এবং উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আবুধাবি এই ঘোষণা দিল। বিশেষ করে আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় এই অবস্থান যুদ্ধের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। আরব আমিরাতের এই নিরপেক্ষ অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *