মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত-৩ ; আহত-২

মেহেরপুর জেলা প্রতিনিধি :

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আক্তারুজ্জামান (২৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত
হয়েছেন। এ সময় অন্তত: ৪জন গুরুতর আহত হলেও পরবর্তীতে আরও ২ জন অর্থ্যাৎ ৩জন নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী আক্তারুজ্জামান মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। আক্তারুজ্জামান একটি ব্যাংকে কর্মরত ছিলেন। এসময় গুরুতর আহত আক্তারুজ্জামোনের
বন্ধু ইমরান হোসেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়। এছাড়াও ধানখোলা গ্রামের হাসান আলী ভানচালকের ছেলে শিশু জুবায়ের রহমান (৭) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও শিশুর মৃত্যু হয়। সবমিলিয়ে মেহেরপুরের সড়ক দূর্ঘটনায় শিশু ও ২ বন্ধু সহ ৩ জন নিহত হয়েছেন। আহতরা অন্যান্যরা ভ্যানচালক হাসান আলীসহ পরিবারের সদস্য ও পথচারি।
সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে বিকেলে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেল এবং ভ্যানগাড়ির মধ্যে ত্রিমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আক্তারুজ্জামান তার বন্ধু ইমরান হোসেনের সাথে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর শহরের দিক থেকে আমঝুপি বাজারের দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে প্রারাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক যাত্রীবাহী ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে ভ্যানের আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে॥ সাথে সাথে অপর একটি মোটরসাইকেলের সাথে খামুখি ধাক্কা লাগে। এক পর্যায়ে প্রাইভেটকারটি সড়ক থেকে ছিটকে একটি পিলারের সাথে ধাক্কা লাগে। এসময় আক্তারুজ্জামান, ইমরান হোসেনসহ প্রাইভেটকারের যাত্রী ও ভ্যানগাড়ির যাত্রীরা গুরুতর ভাবে আহত হয়। পথচারী তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাউদ্দীন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *