দর্শকশূন্যতায় সিনেপ্লেক্স থেকে বাদ ‘অন্তরাত্মা’

শুভদিন অনলাইন রিপোর্টার:

এবারের ঈদে শাকিব খানের ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমা মুক্তি পেলেও দর্শক না থাকা সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয়েছে চলচ্চিত্রটিকে।
২০২১ সালের মার্চে শেষ হয় এই সিনেমাটির শুটিং। শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তির কথা থাকলেও বহুদিন আটকে ছিল ছবিটি। ঈদের আগে ছবিটি নিয়ে তেমন কোনো প্রচারণা ছিল না। শাকিব খানসহ ছবির অন্য তারকারাও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা চালাননি। এরপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অন্তরাত্মা’।
কিন্তু দর্শক না থাকায় ঈদের তৃতীয় দিনেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। আজ সকালে জানা গেছে, মুক্তির দ্বিতীয় দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে ‘অন্তরাত্মা’।
ঈদ উপলক্ষে অবশ্য সিনেমার প্রযোজকরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু শাকিব–ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের ‘বরবাদ’। অন্যদিকে ব্যবসায়িক খরায় ভুগছে ‘অন্তরাত্মা’। এমনকি সিঙ্গেল স্ক্রিনেও এটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি।
দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ‘অন্তরাত্মা’। প্রকাশিত শিডিউল অনুযায়ী ৩ এপ্রিল পর্যন্ত সিনেমাটির প্রদর্শনী থাকার কথা ছিল। তবে দর্শক না থাকায় নির্ধারিত সময়ের আগেই প্রদর্শনী বন্ধ করা হয়।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকদের চাহিদা অনুযায়ী অন্য সিনেমার প্রদর্শনী বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নামিয়ে দেওয়ায় অন্য সিনেমার শো বেড়েছে।’’
‘অন্তরাত্মা’ সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং সম্পন্ন হয়।
শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *