মোঃ রওশন হাবিব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়
ইসরাইলের বর্বরতায,
প্রতি মূহুর্তে ঝরছে প্রাণ
অমানবিক হিংস্রতায়।
ওরা হিংস্র হায়েনা,
ওদের মানুষ বলা যায়না।
ওরা নির্বিচারে গোলা বষর্ণ করে
কেড়ে নিচ্ছে প্রাণ,
মুসলিম দেশের নেতাগুলো,
দুই কানে দিয়ে তুলো,
যেন কাঠের চশমা
করেছে পরিধান।
কী নিষ্ঠুর নিয়তি নিয়ে
জন্মেছে গাজাবাসী,
যাদের জন্য হৃদয়ে রক্ত ক্ষরণ
হয় দিবানীশি।
বিশ্ব মোড়লদের মুখে শুনি
শুধু মানবতার বুলি,
তারাই আবার গাজাবাসীর বুকে
চালাচ্ছে গুলি।
কী নিষ্ঠুরতা ! কী নির্মমতা !
পদদলিত মানবতা !
বিশ্ব বিবেক অবাক তাকিয়ে,
মুখে নেই কোন কথা।
অন্ন ,বস্ত্র ,বাসস্থান
নেই কোন সেথা কর্মসংস্থান,
খোলা আকাশের নীচে
চলছে জীবনের সন্ধান।
ইসরাইলের নেতানিয়াহু
স্বয়ং আজরাইল রুপে,
স্বদলবলে যেন হাজির হয়েছে
ফিলিস্তিনের বুকে।
প্রতিদিন শত নর- নারী ও শিশুর
প্রান যাচ্ছে ঝরে
অথচ নোবেলজয়ী কুত্তাগুলো
ইসরাইলকে সাহায্য করে।