গাজা সিটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে

শুভদিন অনলাইন রিপোর্টার:

গাজা সিটির উপকণ্ঠে শুজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে এবং বেশ ক’জন নিখোঁজ রয়েছে।
কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলের উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অপসারণের পর হতাহতের সংখ্যা আরো বাড়বে।
টিভি চ্যানেলটি বুধবার জানায়, গাজার পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় ইসরাইলি হামলায় প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে।
১৮ মার্চ ইসরাইল গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে এবং হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালায়। এভাবে ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি সংক্ষিপ্ত হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে আলোচনার পর হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের পদক্ষেপের ব্যাখ্যা দেয়।
এতে বলা হয়, হামাস দাবি করেছে অভিযানের লক্ষ্য ছিল সমস্ত ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া। গোষ্ঠিটি গাজায় সাম্প্রতিক এই উত্তেজনার দায়ভার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *