ভাইয়ের ছেলেকে গায়ের চামড়া মোটা করতে বললেন সোহা

শুভদিন অনলাইন রিপোর্টার:

সাইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন করণ জোহর। সকলের ভাগ্য ইব্রাহিম আলি খানের মতো হয় না। কিন্তু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নবাগত অভিনেতা।
সিনেমা মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়া’। তার অভিনয় দক্ষতা নিয়ে রীতিমতো কাঁটাছেড়া চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ভাইপোর পাশে দাঁড়ালেন ফুফু সোহা আলি খান। পাশাপাশি দিলেন উপদেশও।
সিনেমা দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের ক্যারিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এই সিনেমাতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করতে পারেনি। একইভাবে সমালোচিত হয়েছেন ইব্রাহিমের সহ-অভিনেত্রী খুশি কাপুরও।
সোহা অবশ্য জানান, অভিনেতাদের আসলে খুব সহজে নিশানায় ফেলা যায়। সোহা নিজে বিদেশের চাকরির ছেড়ে বলিউডে পা রেখেছিলেন। বেশ কিছু সিনেমা করেন কিন্তু সে ভাবে সাফল্য পাননি। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে। তবে ভাইপোর ক্যারিয়ার সবে শুরু হয়েছে সেই প্রসঙ্গে বলেন, নিজের গায়ের চামড়া মোটা করতে হবে। যে যা বলবে সেটা যেমন শোনার দরকার নেই। আবার কিছু সময় মানুষের বক্তব্য জানাটার প্রয়োজন রয়েছে। নিজের শিল্পের প্রতি সৎ থাকো এবং কাজ করো। নিজের সাফল্য বা ব্যর্থতা কোনওটাই নিজের উপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *