আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরের দিকে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শারমিন নাহার এই আদেশ দেন। এর আগে ভোরের দিকে সদর থানা এবং ডিবির পুলিশের যৌথ অভিযানে এাডঃ আব্দুস সালামকে তার বাসভবন থেকে আটক করা হয়।
২০২৪ সালের ২৮ আগষ্ট সন্ত্রাস বিরোধী আইনে মেহেরপুর সদর থানায় দায়ের করা ২০ নং মামলায় এ্যাডঃ আব্দুস সালামকে আটক করা হয়।মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম এর নেতৃত্বে এস আই প্রহল্লাদ সহ ডিবি’র একটি দল রবিবার ভোরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় তার বাসভবন থেকে আটক করেন।