চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

শুভদিন অনলাইন রিপোর্টার:

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতি মঞ্চে ভাঙচুর চালিয়েছে একদল ‘দুর্বৃত্ত’। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর এই হামলার ঘটনা ঘটে।
‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ নামের একটি সংগঠন ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতি নিয়েছিলো।
আয়োজক পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ হয়েছিলো। মঞ্চও প্রস্তুত হয়ে গিয়েছিলো। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এরমধ্যে সন্ধ্যার দিকে হঠাৎ করে ৪০-৫০ জনের একটি দল এসে অনুষ্ঠান মঞ্চে হামলা করে। পুরো মঞ্চ গুড়িয়ে দেয়।’
এ প্রসঙ্গে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি গণমাধ্যমকে বলেছেন একদল দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও পুলিশ প্রতিহত করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভাঙচুরের ঘটনার সত্যতা ও স্পষ্ট প্রমাণ দেখা গেছে। এসব ছবিতে দেখা গেছে, মঞ্চের প্রায় পুরো কাঠামোই ভেঙ্গে গেছে। চেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্যান্ডেলের কাপড়ও ছিড়ে ফেলা হয়েছে। এসব ছবিতে সাধারণ জনগণের সাথে একদল পুলিশকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *