হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষ, দুই নারীসহ নিহত ৪

শুভদিন অনলাইন রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত আরো পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। তাদের কারো পরিচয় এখনো জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিল। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
ওসি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *