শুভদিন অনলাইন রিপোর্টার:
জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল মাঠে নামার আগে এই সমীকরণই ছিল বাংলাদেশের সামনে। সেই সমীকরণ মেলানোর শুরুটাও দুর্দান্ত হয়, ১ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে টাইগ্রেসরা। কিন্তু এর পরই আচমকা ছন্দপতন। আর তাতে দলীয় সংগ্রহটাও বড় হয়নি। পক্ষান্তরে শুরুতে নিয়মিত উইকেট হারালেও বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকাতে খুব বেশি কষ্ট হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লাহোর ক্রিকেট এসোসিয়েশনের মাঠে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে জয় পায় ক্যারিবীয় নারীরা। এই হারে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার অপেক্ষা আরও বাড়লো টাইগ্রেসদের। ৪ ম্যাচে এটা প্রথম হার জ্যোতির দলের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে তারা। পাকিস্তানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। তবে হারলে আছে যদি-কিন্তু। এই মুহূর্তে ৩ জয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সমান জয় পেলেও রান রেটে পিছিয়ে দুই নম্বরে পাকিস্তান। শেষ ম্যাচে বাংলাদেশকে হারলেও ব্যবধান যথাসম্ভব কম রাখতে হবে। ৪ ম্যাচে ২ জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডের বিপক্ষে হেরে যায় তাহলেও অবশ্য সমীকরণ মেলানোর লাগবে না টাইগ্রেসদের। তবে তারা জিতে গেলে আর বাংলাদেশ হেরে গেলে পার্থক্য গড়ে দেবে রান রেট। এদিকে অবশ্য বাংলাদেশ বেশ এগিয়েই আছে। ৪ ম্যাচ শেষে জ্যোতির দলের আন রেট ১.০৩৩। আর সমান ২ জয় পাওয়া স্কটল্যান্ডের রান রেট ০।১৩৬, ওয়েস্ট ইন্ডিজের -০.২৮৩। ফলে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হারলে আর স্কটল্যান্ড ও ওয়েস্টইন্ডিজ জিতলে তৈরি হবে ত্রিমুখি সমীকরণ। যেখানে শেষ ম্যাচে স্কটিশ নারীদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।
রান তাড়ায় গতকাল ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট হারিয়ে ফেলায় একটু শ্লথ গতিতে খেলতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। চতুর্থ উইকেট জুটিতে স্টেফানি টেলর (৫১ বলে ৩৬) ও অধিনায়ক হেইলি ম্যাথুস (৪৫ বলে ৩৩) ৮০ বলে ৬৬ রান তোলেন। ৭ রানের মধ্যে দুজনই আউট হয়ে ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু শেষদিকে বাজে বোলিং আর শিনেলি হেনরির দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশের হাত থেকে ম্যাচ কেড়ে নেয়। ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন হেনরি। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মারুফা আক্তার। এছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খাতুন, ফাহিমা আক্তারা ও রিতু মনি ১টি করে উইকেট নেন। এর আগে চলতি আসরের তিন ম্যাচের দুটিতে বাংলাদেশ জিতেছে আগে ব্যাটিং করে। গতকালও টস জিতে আগে ব্যাটিং করতে নামে টাইগ্রেসরা। ১৬ রানে সোবহানা মোস্তারিকে হারালেও ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা মিলে দলকে এগিয়ে নেন। দুজনে মিলে দ্বিতীয় উইইকেট জুটিতে গড়েন ১১৮ রানের জুটি। পিংকির বিদায়ে ভাঙে এই জুটি। ৭৮ বলে ৪২ রান করেন তিনি। আর এতেই শুরু হয় ব্যাটিং ধ্বস। ১৩৪ রানে ১ উইকেট থেকে চোখের পলকে ১৪২ রানে ৪ উইকেট হয়ে যায় বাংলাদেশের স্কোরবোর্ড। ১০ চারে ৭৯ বলে ৬৭ রান করেন সুপ্তা। আগের ৩ ম্যাচে ১০১, ৫১ ও ৮৩ রান করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন উইকেটে থিতুই হতে পারেননি। মাত্র ৫ রান করেন তিনি। তার আগেভাগে বিদায় নেওয়া প্রভাব ফেলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে।
শেষদিকে নাহিদার ২৫ আর রাবেয়ার ২৩ রানের ইনিংসে ২২৭ রান করতে পারে টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আলিয়া অ্যালেইন।