শুভদিন অনলাইন রিপোর্টার:
রাশিয়ায় ৪৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। দেশটির সুদূর পূর্বে আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরাসি বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে বলেছেন, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত দুটি ইঞ্জিন বিশিষ্ট আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে একটি পাহাড়ের ঢালে বিমানটির জ্বলন্ত অংশ দেখতে পায়। স্থানীয় উদ্ধারকারীরা বলছেন, হেলিকপ্টারটি উপর থেকে বেঁচে থাকার কোনো চিহ্ন দেখতে পায়নি।
আমুর অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠাচ্ছে। ২৫ জনের একটি দল এবং পাঁচ ইউনিট সরঞ্জাম পাঠানো হয়েছে এবং ক্রুসহ চারটি বিমান প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।