আবার নিষিদ্ধ হৃদয়!

শুভদিন অনলাইন রিপোর্টার:

শেষ পর্যন্ত রক্ষা পেলেন না মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। তার শাস্তি কমাতে বাইলজই বদলে ফেলেছিল আম্পায়ারস কমিটি। পরে তারা এটাকে ভুল হিসেবে স্বীকার করেছে। আর আজ টেকনিক্যাল কমিটির নতুন প্রধান নাজমুল আবেদীন ফাহিম বললেন, আগের নিয়মই কার্যকর হবে, পরের ম্যাচেই বিলম্বিত এক ম্যাচের নিষেধাজ্ঞা পোহাবেন করবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়ক তাওহীর হৃদয়।
সংবাদ সম্মেলনে হৃদয়ের শাস্তি নিয়ে কথা বলেন টেকনিক্যাল কমিটির নতুন আহবায়ক নাজমুল আবেদীন ফাহিম। তিনিও মনে করেন তাওহীদ হৃদয়কে খেলানোর ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম মেনে সবকিছু হয়নি, ‘আমরা মনে করি, তাওহীদ হৃদয়ের শাস্তি মওকুফের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কিছুটা প্রক্রিয়ার বাইরে চলে গিয়েছিলাম। খেলার অভ্যন্তরীণ বাইলজ সংশোধন করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অথচ এই কমিটির এখতিয়ার সে সিদ্ধান্ত নেওয়ার নয়। আমাদের উচিত ছিল আগের বাইলজ ও প্রক্রিয়া অনুসরণ করা।’
ভুল হলেও বিসিবি এই মুহূর্তে আগের সিদ্ধান্তেই ফিরে যাচ্ছে। যদিও মাঝে এক ম্যাচ খেলা হয়ে গেছে। তবে আগামী শনিবার পরের ম্যাচে হৃদয়কে মাঠের বাইরে থাকতে হবে বলে জানালেন ফাহিম। তিনি বলেন, ‘পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী হৃদয়ের দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এক ম্যাচের শাস্তি শেষে তাকে দুই ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়। এখন সেই অনুমতির সিদ্ধান্ত আমরা বদলাতে পারি না এবং সেটিকে বৈধ বলেই ধরে নিচ্ছি।’
নতুন নিয়ম প্রকাশ করে শাস্তি কমানো হলেও পুরনো নিয়মই বলবৎ থাকবে বলে জানান নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির এই পরিচালক এবং টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক বলেন, ‘যেহেতু সাম্প্রতিকভাবে আমরা যে বাইলজ পরিবর্তন করেছিলাম, সেটি আমাদের এখতিয়ার বহির্ভূত ছিল—তাই সেটিকে অকার্যকর ঘোষণা করতে হচ্ছে। আগের যেই নিয়ম চালু ছিল, সেটিই আবার বলবৎ করা হবে। সেই ধারাবাহিকতায় পরবর্তী ম্যাচে তাওহীদ হৃদয় খেলতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *