গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির

শুভদিন অনলাইন রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দলটির গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানান তিনি।
জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষেই বাংলাদেশে নির্বাচন হতে হবে। এরআগে, এদেশে কোনো নির্বাচন জাতি মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *