ফিক্সিংয়ে অভিযুক্তদের নাম-ছবি প্রকাশ নিয়ে অস্বস্তি তামিমের

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দেশের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অপরাধ এখনো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও তাদের নাম-ছবি গণমাধ্যমে এসেছে। এর মধ্যে ডিপিএলে যাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে সেই দুই ক্রিকেটারকে তদন্তের অংশ হিসেবে মিরপুরে ডেকে নিয়ে মিডিয়ার সামনে এভাবে দৃশ্য ধারণও করা হয়েছে।
এ বিষয়গুলো মেনে নিতে পারছেন না তামিম। শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইপুকুরের ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বোর্ডকে খুবই স্পষ্টভাবে বলেছি দেখুন, যদি সেখানে কোনো দুর্নীতি হয় বা কোনো ক্রিকেটার কোনো ভুল কিছু করেছে তার শাস্তি হোক আমরা সবাই চাই। আমরা শতভাগ এটার সঙ্গে একমত।’
‘কিন্তু তার মানে এই নয় যে এই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। এটা করানোর কোনো অধিকার আপনার নেই। এটা বিশ্ব এন্টি করাপশন বা কোনো জায়গায় এমন নিয়ম নেই মিডিয়ার সামনে একই জিনিস করিয়ে দুটো ছেলেকে বেইজ্জত করবেন। এটা ক্রিকেটারদের প্রতি অপমান। আমরা এটা নিয়ে এক ফোটাও খুশি ছিলাম না’-যোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়েও কথা বলেছেন তামিম। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১০ জন ক্রিকেটারের নাম মিডিয়াকে দেওয়ায় বিসিবির সমালোচনা করেছেন তিনি। বলেছেন, ‘এর আগে বিপিএলেও একই ঘটনা ঘটেছে। দশজনের নাম লিক হয়েছে। বিসিবি থেকে দশজনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওইখান থেকে যদি কোনো ক্রিকেটার দোষী হয় তাহলে আমরা সব ক্রিকেটার চাই তার শাস্তি হোক। যতটুকু শাস্তি সম্ভব দেয়া হোক। যদি ওইখান থেকে দুজন নির্দোষ বা আটজন নির্দোষ, নামগুলো লিক করে দেয়া পাবলিকলি এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *