-কাজী মোঃ হাসান
পড়তে বসে লক্ষী খোকার
প্রশ্ন মাথায় শত,
কিছুতেই খুলছেনা জট
অঙ্কগুলোর মতো।
শনিবারে শনির দশা
গুরুজনরা বলে,
রবিবারে তবু স্যারে
কান দু’টি কেন মলে?
হোচৎ খেয়ে সোমবারে কেন
ভাঙে পায়ের হাড়,
মঙ্গলবারে ক্রিকেট খেলায়
হয় কেন ভাই হার?
বুধবারে তো গাছে চড়তে
কেউ করেনি মানা,
তবু কেন ডালটা ভেঙে
চোখটা হলো কানা?
বিষুৎবারে মৌমাছিরা
লক্ষ্মী কতো চাকে,
মধু খেতে গেলেই কেন
তেড়ে আসে- ঝাঁকে?
শুক্রবারে সবার ছুটি
শুধু খোকন ছাড়া,
কড়া গলায় আব্বু কেন
পড়তে করেন তাড়া?
আসলে সব ভাগ্য খেলা
নয়তো বুঝার ভুল,
অনর্থকই এসব নিয়ে
ছিড়ছি মাথার চুল।