মিরপুরে শিশু ধর্ষণের এঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

বর্তমানে ওই শিশুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

এর আগে, গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষকের নাম সাব্বির হোসেন(২০)। সে একই এলাকার রাহাতের ছেলে। এ ঘটনার পর ধর্ষক সাব্বির পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, তামাকের কাঠি কোড়ানো টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেছে সাব্বির। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সাব্বিরকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে স্থায়ীরা। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক অফিসার(আরএমও) ডা.হোসেন ইমাম বলেন,শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটি শঙ্কামুক্ত, তবে শারীরিকভাবে অসুস্থ। তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, গতাকাল ১২ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *