শুভদিন অনলাইন রিপোর্টার:
যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে গত মধ্যরাত থেকে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে তুরস্কভিত্তিক টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবু সাহলুল পরিবারের বাড়িতে বিমান হামলায় ৮ জন রয়েছেন। শহরের আল-তুফাহ এলাকায় শাফের পূর্বে এক বিমান হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান গণহত্যা যুদ্ধে সব মিলিয়ে নিহতের সংখ্যা ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।