আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে পাকিস্তানকে সমর্থন দেবে চীন

শুভদিন অনলাইন রিপোর্টার:

আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা নিশ্চিত করেছে চীন। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রাইম মিনিস্টার হাউসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে এ নিশ্চয়তা দিয়েছেন পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং।
এ খবর দিয়ে বার্তা সংস্থা এপিপি বলেছে, এই সাক্ষাতে রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন যে- দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় দেশের অভিন্ন বাসনায় পাকিস্তানকে সবসময় সমর্থন দেবে চীন। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান তার লক্ষ্য শেয়ার করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের মিথ্যা প্রচারণা এবং একতরফা সিদ্ধান্তের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৈঠক থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-এর প্রতি উষ্ণ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রতি চীনের শক্তিশালী ও অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। সেকথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীনকে ধন্যবাদ জানান এ জন্য যে- ২২শে এপ্রিল থেকে ভারতের কর্মকাণ্ডের ফলে পাকিস্তানের নীতিগত অবস্থান বুঝতে পেরেছে চীন। একই সঙ্গে পেহেলগাম হামলার একটি বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে পাকিস্তানের প্রস্তাব অনুমোদন করেছে চীন। এ জন্যও চীনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *