মে দিবসে গাংনীতে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের ভ্যান- অটোবাইক নিয়ে র‌্যালি ও আলোচনা সভা

 

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :

গাংনীতে নানা আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাংনীতে মহান মে দিবস পালিত হয়েছে। আমিরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং অটোভ্যান -রিক্সা সমিতির আয়োজনে মহান মে দিবস পালন করেছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’, শ্রমজীবী মানুষের অধিকার বেষম্যহীন বাংলাদেশের অঙ্গিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গাংনী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, গাংনী উপজেলা পাইপ সেনেটারী ও ইলেক্ট্রিশিয়ান নির্মাণ শ্রমিক ইউনিয়ন, গাংনী কাঠ শ্রমিক কল্যাণ সমিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রং-তুলি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করেছে।
বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাংনীতে আমিরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং অটোভ্যান -রিক্সা সমিতির আয়োজনে মহান মে দিবস পালন করেছে।ভ্যান অটো সজ্জিত বিশাল র‌্যলিতে নেতৃত্ব দেন আমিরুল ইসলাম ফাউন্ডেশনের সত্ধসঢ়;¦াধিকারী ইঞ্জিনিয়ার সালাউদ্দীন শাওন ।
মে দিবস পালন উপলক্ষে গাংনী গাংনী উপজেলা পাইপ সেনেটারী ও ইলেকট্রিশিয়ান নির্মাণ শ্রমিক ্ধসঢ়;ইউনিয়ন কাঠ শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি সংগঠনের অফিস চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যলিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সাফায়ত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, গাংনী গণ মানুষের নেতা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজামান বাবলু।
মহান মে দিবস পালন উপলক্ষে গাংনী রং শিল্পী শ্রমিক ইউনিয়ন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে গাংনী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভার আয়োজন করে।
পরে গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের
নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মবীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা প্রকেীশলী ফয়সাল আহমেদ, উপজেলা জন স্বাস্থ্য
প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
গাংনী উপজেলা প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা, আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, তোফায়েল হোসেন, শ্রমিক নেতা শাহিবুল ইসলাম, সাফায়ত হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *