‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

শুভদিন অনলাইন রিপোর্টার:

‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
আজ রবিবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ‘মনিরকে রাত ৮ টার কিছুক্ষণ আগে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আমরা যেটা ব্রথ ডেট বলি। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, তিনি আগেই মারা গেছেন। এরপরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।’
জানা গেছে, সহকারী ফাইট ডিরেক্টর ও স্টান্টম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। তিনি বেশ কয়েকবছর ধরেই স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে কাজ করছিলেন।
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা। সিনেমার পরিচালক রায়হান রাফী সাংবাদিকদের জানান, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান- মনির মারা গেছেন।
রাফী আরও বলেন, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করেছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য অনেক কষ্টের। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।
উল্লেখ্য, কোরবানির ঈদে ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির কথা রয়েছে। এতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *