যে কারণে মেয়ের ছবি প্রকাশ্যে আসে নি, জানালেন দীপিকা

শুভদিন অনলাইন রিপোর্টার:

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’ গত বছর জন্মগ্রহণ করে। তবে মেয়ের জন্মের পর থেকেই তারা দু’জনই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কোনো পাপারাজ্জি ছবি নয়, কোনো ইনস্টাগ্রাম পোস্ট নয়, মেয়ের ছবি থাকবে না জনসমক্ষে।
সম্প্রতি ম্যারি চারলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলিভাবে বলেন, কেন তারা মেয়েকে মিডিয়ার আলোচনার বাইরে রাখতে চান। দীপিকা জানান, তার নিজের শৈশব ছিল একেবারেই সাধারণ। তিনি কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হলেও তার পরিবার কখনো খ্যাতির ভার চাপিয়ে দেয়নি।
দীপিকা বলেন, ‘আমার বাবা কখনো আমাদের বলেননি যে তিনি একজন তারকা। আমরা নিজে নিজেই ধীরে ধীরে জেনেছি তিনি কে, সেটাও খুব সাধারণভাবে।’

এই সাধারণ, স্বাভাবিক শৈশবের অভিজ্ঞতাই দীপিকার মনে গভীর প্রভাব ফেলেছে। এখন নিজে মা হওয়ার পর, তিনি চান মেয়ে দুয়া ও একইরকম শান্ত ও সুরক্ষিত পরিবেশে বড় হোক। দীপিকার ভাষায়, ‘আমরা চাই না যে ওর নিষ্পাপ শৈশব সোশ্যাল মিডিয়া আর ক্যামেরার কারণে ক্ষতিগ্রস্ত হোক।’
দীপিকা ও রণবীরের মিলিত ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ১২৮ মিলিয়ন। তাদের মেয়ে দুয়ার একটি ছবিও যদি প্রকাশ পায়, তা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন দুয়ার ছবি বা ব্যক্তিগত মুহূর্ত তারা অনলাইনে শেয়ার করবেন না।
সাক্ষাৎকারে দীপিকা এমনকি স্বীকার করেন, ‘আমি জানি না, এই কথাগুলো আমি শেয়ার করছি তাতে রণবীর কতটা স্বস্তি বোধ করবেন।’
তবে শুধু দীপিকা-রণবীরই নন, তাদের মতো অনেক বলিউড তারকাই সন্তানদের গোপনীয়তা রক্ষায় কঠোর। অনুশকা শর্মা ও বিরাট কোহলি তাদের সন্তান ভামিকা ও আকায় এর ছবি প্রকাশ করেননি। আলিয়া ভাট ও রণবীর কাপুরও একই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মেয়ে রাহাকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *