আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:
মহেরেপুররে গাংনীতে পুকুরে পানিতে ডুবে হুজাইফা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়ছে। শুক্রবার (৯ ম) দুপুরের দিকে ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। হুজাইফা ইসলামকি ফাউন্ডেশন পরিচালিত স্থানীয় শিশুশিক্ষা র্কমসূচীর শিক্ষার্থী এবং উপজেলার শিমুলতলা গ্রামের হঠাৎপাড়ার কৃষক তুহিন আলীর ছেলে।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৯ ম) সকালে শিশু হুজাইফাকে বাড়িতে রখেে পিতা-মাতা বাড়ির পাশেই মাঠে কাজ করার জন্য বেরিয়ে যায়। দুপুরে বাড়িতে এসে হুজাইফাকে বাড়িতে না দেখে তার মা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি সংলগ্ন নিজের পুকুরে শিশুর মরদহে ভেসে থাকতে দেখে। স্থানীয়রা তাকে পুকুর থেকে
উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু হুজাইফার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমকিভাবে ধারণা করছে।
গাংনী থানা অফিসার ইনর্চাজ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শশিুর মৃত্যুর সংবাদ পয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।