শুরু হলো বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক নির্মিত ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ বাগেরহাট এর বাণিজ্যিক কার্যক্রম

শুভদিন অনলাইন রিপোর্টার:

শুরু হলো বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক বাগেরহাটে নির্মিত ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ এর বাণিজ্যিক কার্যক্রম। আজ ৯ মে ২০২৪ তারিখ বিকাল ৩.০০ টায় আনুষ্ঠানিকভাবে নাম বাগেরহাটের রণবিজয়পুরে ফলক উন্মোচনের মাধ্যমে পর্যটন মোটেলটির শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সম্মানিত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সম্মানিত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি অনলাইনে অংশগ্রহণ করেন। মোটেলটির অনলাইনে উদ্বোধন শেষে প্রধান আতিথির বক্ততায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সম্মানিত সিনিয়র সচিব জনাব নাসিমল গনি বলেন, বানিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভবনাকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান আরও বৃদ্ধিতে সহায়তা করবে মোটেলটি।
বিশেষ অতিথির বক্তৃতায় মিজ নাসরীন জাহান বলেন, “খান জাহান আলীর মাজারের মূল ফটকের সন্নিকটে, ৩২ শতাংশ জমিতে এই মোটেল নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৪ কোটি ২৭ লক্ষ ৭৫ হাজার টাকা; তবে চূড়ান্ত ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা, যা একটি দায়িত্বশীল ব্যয়ের দৃষ্টান্ত।“
তিনি আরো বলেন, “এই আধুনিক সুবিধাসম্পন্ন মোটেলটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে, এবং বাগেরহাটকে একটি আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ডঃ ফরিদুল ইসলাম, সাবেক সচিব ডঃ মশিউর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সম্মানিত চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ও জেলা প্রশাসনের এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *