আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় তাসমিন খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাসমিন জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
শনিবার সকাল ১১টার দিকে কাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,তাসমিন নানার দোকানে হালখাতার মিষ্টি নিয়ে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় ইঞ্জিনচালিত ষ্টেয়ারিং গাড়ীর চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে।