১০০ কোটির ঘরে ‘রেইড ২’

শুভদিন অনলাইন রিপোর্টার:

আবারও বক্স অফিসে অজয় দেবগনের ম্যাজিক। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘রেইড ২’ বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির ৯ দিনে ভারতীয় বক্স অফিসে একশ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘রেইড ২’ প্রথম সপ্তাহে ৯৫.৭৫ কোটি আয় করেছিল ভারতীয় বক্স অফিসে।
দ্বিতীয় সপ্তাহের শুক্রবার আয় তুলে নেয় ৫ কোটি। যার ফলে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলে অজয়ের ‘রেইড ২’। শনিবার সিনেমাটির আয় ২ কোটির বেশি। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় ১০২ কোটি টাকা।
মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১৯.২৫ কোটি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। যা ২০২২ সালে অজয়ের ‘দৃশ্যম ২’-এর চেয়ে বেশি আয় দিয়ে শুরু বক্স অফিসে। ‘দৃশ্যম ২’ প্রথম দিনে আয় করেছিল ১৫.৩৮ কোটি।
সাম্প্রতিক সময়ে অজয়ের ‘ময়দান’ মাত্র ৭ কোটি আয় করে প্রথম দিন। তবে গত বছর ‘সিংহাম এগেইন’ প্রথম দিন আয় তুলে নেয় ৪৩ কোটি। এ বছর ‘রেইড ২’ অজয়ের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত।
‘রেইড’-এর প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এতে অজয় দেবগন আবারও সৎ ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি এবার একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। অতি ধুরন্ধর দাদাভাইকে নিজের বুদ্ধি ও সততার জালে ধরাশায়ী করেন অজয়। রীতেশ দেশমুখ এতে দাদা মনোহর চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক এই চরিত্রে বেশ চমৎকার পারফরম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *