আজ রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

শুভদিন অনলাইন রিপোর্টার:

পাকিস্তানকে লক্ষ্য করে পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর এই প্রথম এ বিষয়ে কথা বলবেন তিনি। স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এ ভাষণ দেয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ৭মে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালায় ভারত। যার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। এ বিষয়ে সংশ্লিষ্ট সামরিক কর্মককর্তারা কথা বললেও ভারতের প্রধানমন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। আজই প্রথম এ বিষয়ে জাতির সামনে তার সরকারের মনোভাব তুলে ধরবেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *