বলিউড তারকারা কেন নীরব? জবাব দিলেন জাভেদ আখতার

শুভদিন অনলাইন রিপোর্টার:

বলিউড তারকারা ভারত সরকারের বিরুদ্ধে নীরব কেন—সে প্রশ্ন তুলেছেন দেশটির প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে মুখ খুললে ইডি বা সিবিআই হানা দেবে—এমন ভয় বলিউডে কাজ করে।’
জাভেদ আখতার প্রায়ই তার স্পষ্ট ও নির্ভীক ভাষণের জন্য আলোচনায় থাকেন। চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির তারকাদের বিরুদ্ধে মত প্রকাশের পাশাপাশি দেশের রাজনীতি ও প্রশাসনের সমালোচনাও তিনি নির্দ্বিধায় করে থাকেন।
সাক্ষাৎকারে এক প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি কেন সরকারের বিরুদ্ধে মুখ খুলে না?’ জবাবে আখতার বলেন, ‘বড় শিল্পপতিরা কি সরকারের বিরুদ্ধে কিছু বলেন? তারকারাও সেই পথে হাঁটেন।’
তিনি বলেন, ‘একটি ইন্ডাস্ট্রিতে মতের ভিন্নতা থাকা স্বাভাবিক। কিন্তু বলিউডে সেটা নেই। সরকারকে প্রশ্ন করার সাহস অনেকের নেই, কারণ অনেকেই ভয় পান ইডি বা সিবিআই হানার।’
আখতার আরও বলেন, ‘ওরা তো বিখ্যাত, কিন্তু ওদের আর্থিক অবস্থা খুব শক্তপোক্ত নয়। একজন মধ্যবিত্ত শিল্পপতি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিনে নিতে পারেন। বড়লোকদের মধ্যে কয়জন সরকারের বিরুদ্ধে মুখ খোলে?’
বলিউডের স্বাধীন মত প্রকাশ নিয়ে কথা বলতে গিয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও টেনে আনেন জাভেদ আখতার। তিনি বলেন, ‘মেরিল স্ট্রিপ আমেরিকায় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তবু তার বাড়িতে আয়কর দপ্তরের হানা পড়েনি।’
তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এই বিষয়ে তর্কে আমি যেতে চাই না। কিন্তু যদি কেউ সত্যিই এমন কিছু ভাবেন, তাহলে বুঝতে হবে, তার মনের মধ্যে ইডি বা সিবিআইয়ের ভয় বাসা বেঁধেছে। আর এই ভয়ের ফলেই অনেক কিছুর পর্দা উঠে যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *