শুভদিন অনলাইন রিপোর্টার:
পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল- এমন প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাজনাথ সিং শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর সদর দফতর পরিদর্শন করেন এবং সেখানে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখানে তিনি বলেন, বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তারা যখন আঘাত হানে, তখন শত্রুরাই হিসাব রাখে। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ়, তা বোঝা যায় এই কথায় যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের তোয়াক্কা করিনি।
রাজনাথ সিং আরও বলেন, গোটা বিশ্ব দেখেছে কীভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই—এমন এক দায়িত্বজ্ঞানহীন ও উচ্ছৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ?
তিনি আরও বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র তত্ত্বাবধানে নেওয়া উচিত।
গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এরপর প্রথম এই উপত্যকা সফর করলেন তিনি। সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনীর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধ প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি।
এছাড়া সীমান্ত এলাকায় পড়ে থাকা পাকিস্তানি গোলাবারুদও পরিদর্শন করেন তিনি।
এই সফরে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।