শুভদিন অনলাইন রিপোর্টার:
ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। বাকি ৬০৪ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টার অভিযানে একটি অবৈধ ওয়ান শুটারগান (এলজি), দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এটি নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।